চট্টগ্রাম 12:01 am, Tuesday, 16 September 2025

৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান হুম্মাম কাদের চৌধুরীর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে এক জনসভায় তিনি বলেন, “নেতারা মঞ্চে দাঁড়িয়ে থাকলেই হবে না, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাটাই আসল।”

বিএনপির এই নেতা বলেন, “দেশ মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে আছি, তারা একটাও কাজে দেব না; কাজে লাগাতে হবে জনগণকে। আপনাদের মতামত, পরিশ্রম এবং দোয়া যদি আমাদের সাথে না থাকে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে না।”

সভায় হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া বিএনপিতে কোনো বিভেদ নেই বলেও দাবি করেন। তিনি বলেন, “যারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, তারা সকলেই একই পরিবারের সদস্য।”
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গুনিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাদের বহিষ্কারের ঘটনাও ঘটেছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই তার জন্যই কাজ করবে।

বাবার রাজনৈতিক উত্তরাধিকারের কথা উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাঙ্গুনিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান হুম্মাম কাদের চৌধুরীর

৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান হুম্মাম কাদের চৌধুরীর

Update Time : 08:22:12 pm, Monday, 15 September 2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

সোমবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নে এক জনসভায় তিনি বলেন, “নেতারা মঞ্চে দাঁড়িয়ে থাকলেই হবে না, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাটাই আসল।”

বিএনপির এই নেতা বলেন, “দেশ মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা যারা মঞ্চে দাঁড়িয়ে আছি, তারা একটাও কাজে দেব না; কাজে লাগাতে হবে জনগণকে। আপনাদের মতামত, পরিশ্রম এবং দোয়া যদি আমাদের সাথে না থাকে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে না।”

সভায় হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়া বিএনপিতে কোনো বিভেদ নেই বলেও দাবি করেন। তিনি বলেন, “যারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, তারা সকলেই একই পরিবারের সদস্য।”
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাঙ্গুনিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাদের বহিষ্কারের ঘটনাও ঘটেছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সবাই তার জন্যই কাজ করবে।

বাবার রাজনৈতিক উত্তরাধিকারের কথা উল্লেখ করে হুম্মাম কাদের চৌধুরী বলেন, তার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর সিদ্ধান্ত অনুযায়ী তিনি রাঙ্গুনিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন।