সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ড কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোঃ দুলাল হোসেন, হাফিজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোক্তার শেখ, শহীদুর রহমান, মোঃ ফারুক, মোঃ দুলাল হোসেন ও হানিফ আলী।
চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজ কাটার সময় আগুনের ফুলকি তেলের ট্যাংকে পড়লে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে সেখানে থাকা দুই শ্রমিক গুরুতর দগ্ধ হন এবং পাশে থাকা আরও ছয়জন আহত হন। দগ্ধদের উদ্ধার করে নগরীর দুটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, গুরুতর আহত দু’জনের শরীরের ২৫ থেকে ৩০ শতাংশ পুড়ে গেছে।