চট্টগ্রাম 1:04 am, Thursday, 18 September 2025

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলনের পায়তারা বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের পায়তারা বন্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড দক্ষিণ খন্ডলিয়া পাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজারহাট বাজার পদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয় পরিবেশ, কৃষিজমি ও বসতভিটার মারাত্মক ক্ষতি হয়েছে। পাশাপাশি নদী ভাঙন ও দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। বর্তমান আরেকটি মহল নতুন করে বালু উত্তোলনের পায়তারা করছে। বর্তমান এই সড়কটির বেহাল দশা। এরমধ্যে বালুর গাড়ি চলাচল করলে সড়কের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাবে।

মানববন্ধন থেকে অবিলম্বে এ কার্যক্রম বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া একইদিনে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান বলেন, স্থানীয়দের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠানো হবে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলন করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও সাধারণ মানুষের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলনের পায়তারা বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ

রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলনের পায়তারা বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ

Update Time : 09:14:13 pm, Wednesday, 17 September 2025

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের পায়তারা বন্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড দক্ষিণ খন্ডলিয়া পাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজারহাট বাজার পদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, আওয়ামী শাসনামলে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে স্থানীয় পরিবেশ, কৃষিজমি ও বসতভিটার মারাত্মক ক্ষতি হয়েছে। পাশাপাশি নদী ভাঙন ও দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। বর্তমান আরেকটি মহল নতুন করে বালু উত্তোলনের পায়তারা করছে। বর্তমান এই সড়কটির বেহাল দশা। এরমধ্যে বালুর গাড়ি চলাচল করলে সড়কের অবস্থা একেবারে নাজেহাল হয়ে যাবে।

মানববন্ধন থেকে অবিলম্বে এ কার্যক্রম বন্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া একইদিনে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান বলেন, স্থানীয়দের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠানো হবে। প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধভাবে বালু উত্তোলন করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ ও সাধারণ মানুষের ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।