চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাজাভূবন উচ্চ বিদ্যালয়ের পুনঃনির্বাচিত স্কুল পরিচালনা পরিষদের সভাপতি খোরশেদ আলম ফারুকী’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বের সভাপতিকে পরিবর্তন করে নতুন সভাপতি নিয়োগ দেওয়ার পর এ পরিচিতি সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে প্রধান শিক্ষকের রুমে আয়োজিত সভায় স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আলম, সহকারী প্রধান শিক্ষক নিপুনা বড়ুয়া, শিক্ষক প্রতিনিধি রতন কান্তি পাল, মাস্টার অমুল্য কান্তি বসাক, অশ্রু চক্রবর্তী, ইসহাক জামান, সৈয়দ জাহেদুল হক, আবদুর সত্তার, ফারজানা সুলতানা ববি, রেবেকা খাতুন, মঈনুল ইসলাম, আয়েশা হারুণ, সোহেল রানা, ভ্যালেন্টিনা চাকমা,আবদুর কাদের, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নতুন সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন সবাই।
নবনির্বাচিত সভাপতি খোরশেদ আলম ফারুকি তার বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে এরআগে মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহেদ আহমেদ সিকদার এর পরীবর্তে খুরশেদ আলম ফারুকিকে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতি পদে নিয়োগ দেন।