চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভিডিপি সদস্যরা গ্রাম পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মৌলিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা যেন বাস্তব জীবনে এই জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখে, সেটিই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কমান্ডার শামীমা আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন শর্মা, উপজেলা মহিলা প্রশিক্ষিকা নাদিরা পারভীন, কোম্পানি কমান্ডার মো. শহীদউল্লাহ, সাংবাদিক ইসমাঈল হোসেন নয়ন, ভিডিপি লালানগর ইউনিয়ন দলনেতা কাজী সিরাজুল হক।
প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে অংশগ্রহণকারী ১০০ জনের মাঝে সনদপত্রও বিতরণ করা হয়।
উল্লেখ্য, গ্রামভিত্তিক আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি হিসেবে কাজ করছে।