বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ৫৯ তম জন্মদিনে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। রাত ১২.০১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু করেন। পরবর্তীতে সকালে তার ফৌজদাহাটস্থ নিজ বাস ভবনে তাকে ফুল দিয়ে বরণ শেষে দোয়া ও মোনাজতের মধ্য দিয়ে নেতাকর্মীরা আসলাম চৌধুরীর দীর্ঘায়ু, সুস্থতা ও সফলতা কামনা করেন।
এসময় দোয়া মাহফিলে অংশ নেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, খ.ম. নাজিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্ল্যাহ, মোঃ মুজাহির উদ্দিন আশরাফ, ইদ্রিস মিয়া মনির, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ড তথা সারাদেশের মানুষের যাতে সেবা করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালবাসায় অভিভূত। আপনাদের ত্যাগ, পরিশ্রম এবং একাগ্রতা আমাকে আজ এ পর্যায়ে এনেছে। আপনাদের এ ভালবাসা আমাকে বিমোহিত করেছে। এদিন দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে ও কেক কেটে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।