মিরসরাইয়ে রেডিয়েন্স হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টার, বড়তাকিয়া, মিরসরাই এর উদ্যোগে এবং সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় নিজামপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত ব্লাডগ্রুপ ক্যাম্প শুভ উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন রেডিয়েন্স হাসপাতালের পরিচালক রুনা লায়লা, মার্কেটিং অফিসার তারিফ, রিয়াজ উদ্দীন।
আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সদস্য নাজমুল সোহেল, মোঃ আকতার হোসাইন এলিট, এস কে টিপু, আলী আকবর, এমআই রাসেল, হাফেজ আরমান।