চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সম্প্রতি পৃথক দুটি হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাঙ্গুনিয়া মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান রাঙ্গুনিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন।
তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর উপজেলার লালানগর ইউনিয়নে খোরশেদ আলম নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল আজমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এএসপি বেলায়েত হোসেন আরও জানান, এর আগে গত ২২ সেপ্টেম্বর দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন সরফভাটা-শিলক এলাকায় রহমত উল্লাহ নামে আরেক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনার মূল অভিযুক্ত আশরাফকেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “এই দুটি হত্যাকাণ্ড আমরা অতি স্বল্প সময়ের মধ্যে উদঘাটন করতে পেরেছি। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে।”
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার এবং দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম। বেলায়েত হোসেন, এটিএম শিফাতুল মাজদার এবং সাব্বির মোহাম্মদ সেলিম তিনজনই জানান যে, অপরাধ দমনে তাদের তৎপরতা অব্যাহত থাকবে।