চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, গুজব কিংবা সহিংস পরিস্থিতি এড়াতে রাঙ্গুনিয়া মডেল থানার পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এরই অংশ হিসেবে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার’র নেতৃত্বে চালু হয়েছে এক অভিনব প্রচারণা ও শুভেচ্ছা উপহার কর্মসূচি, যা ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এবার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানার পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পাঠানো হচ্ছে বিশেষ ক্যালেন্ডার (ফেস্টুন)। এতে রয়েছে ইউএনও, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের জরুরি যোগাযোগ নম্বর। এর ফলে পূজা চলাকালীন যেকোনো জরুরি পরিস্থিতিতে পূজা কমিটি ও সাধারণ মানুষ সরাসরি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক সেবা পেতে পারবেন।
এ বিষয়ে ওসি এটিএম শিফাতুল মাজদা জানান “আমাদের মূল লক্ষ্য হলো— দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা ও যেকোনো প্রয়োজনে জনগণের পাশে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া। এজন্যই আমরা এই ক্যালেন্ডার বিতরণের উদ্যোগ নিয়েছি, যাতে সবাই সহজে প্রয়োজনীয় সহযোগিতা পায়।”
এদিকে পূজা মণ্ডপ পরিদর্শন, একাধিক মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন ও নিয়মিত টহলের পাশাপাশি এই ধরণের সচেতনতামূলক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদ্যাপন পরিষদ ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, এই উদ্যোগ দুর্গাপূজাকে আরও নিরাপদ ও উৎসবমুখর করে তুলবে।