কক্সবাজারে কৃষি পন্য বিষয়ক কীটনাশক কোম্পানি নাসা কেয়ার লাইফ লিমিটেডের উদ্যোগে বাৎসরিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় হোটেল সী কক্সে কোম্পানির এমডি একেএম মাসুমুর রহমানের সভাপতিত্বে এরিয়া ম্যানেজার আনোয়ারুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নজরুল ইসলাম খাঁন। এতে আরো বক্তব্য রাখেন, চেয়ারম্যান সাবরিনা আলম,প্রিন্সিপাল মাওলানা সালা উদ্দিন, কোং ডিএসএম খায়রুল হাসান পলাশ, অফিসার জয়নুল আবেদীন, মোস্তফা কামাল, কোং পরিচালক, মাসুমা তাবাসসু ও আবদুল্লাহ সামী রক্তিম, ক্ষুদে বিজ্ঞানী নাবিহা খানঁ, পরিবেশ বনি ইয়ামিন সোহেল, মিজানুর রহমান, গৌতম গুহ, রফিকুল ইসলাম, সাব্বির আহমেদ, জিয়া উদ্দিনসহ প্রমুখ।
সমাবেশে সারা দেশ থেকে দুই শতাধিক পরিবেশ উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা নিরাপদ কৃষি পন্যের ব্যবহার, কৃষি উন্নয়নের স্বার্থে কৃষকদের সরকারী ভূতুর্কি বাড়ানোসহ নানা দাবি উত্থাপন করেন।