ঢাকা নবাবগঞ্জে ফুটপাতে অবৈধভাবে ফুডকোর্ট (দোকান পাট) বসিয়ে সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টটি বিকেলে পরিচালনা করা হয়েছে। ঢাকা নবাবগঞ্জে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাতে অবৈধ ফুডকোর্ট দোকান বসিয়ে পথচারী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করার দায়ে নবাবগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করে ফুটপাতের সকল ভ্রাম্যমাণ দোকানপাট মালিকদের কে অর্থদন্ড (জরিমানা) করা হয়েছে। দুটি অস্থায়ী ভ্রাম্যমাণ দোকান কে ২ হাজার টাকা করে ২টি দোকানদার কে ৪ হাজার টাকা জরিমানা ও ২টি দোকানের সরঞ্জাম জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ দোকানপাট রেখে মোবাইল কোর্ট দেখে ফুটপাত থেকে দোকান মালিকগণ হঠাৎ পলায়ন করায় তাদের রেখে যাওয়া মালামাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টটি পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলার প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
ও ঢাকা নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম কেয়া। এসময় নবাবগঞ্জ উপজেলার (ফুটপাত) পাশ্ব রাস্তা পায়ে হাঁটার রাস্তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখতে বলা হয়েছে। যাতে অবৈধ দোকানপাট বসায় সাধারণ কোন মানুষের চলাচলে যেনো বিঘ্ন না ঘটে সে দিকে সতর্ক থাকতে বলা হয়েছে। যানবাহন চলাচল ও মানুষের হাঁটা চলার রাস্তার মধ্যে অবৈধ দোকানপাট থাকার কারণে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনা সহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।
এতে সাধারণ মানুষের অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।