চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়ক পার হতেই দ্রুতগামী বাসের ধাক্কায় মো. কবির (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কবির কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নাহার এগ্রো গ্রুপে অস্থায়ী নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী রিয়াজ উদ্দিন বলেন, ফোনে কথা বলতে বলতে কবির সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, নিহতের মরদেহ থানায় আনা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।