মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দেশটির দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একটি পিকআপ ভ্যানে করে ১১ জন যাত্রী সাগর থেকে মাছ ধরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি, বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহত বাংলাদেশিদের সবাই সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা। তাদের মধ্যে পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সারিকাইত ২ নং ওয়ার্ডের —বাবলু, একই ওয়ার্ডের সাহাবুদ্দিন, ও একই ওয়ার্ডে বর্তমানে মগধরার বাসিন্দা আমিন সওদাগর, ৪ নং ওয়ার্ডের শহিদুল্ল্যার পুত্র আরজু ২ নং ওয়ার্ডের শেখ ফাজিলের বাড়ির ইব্রাহিম এর পুত্র রকি, মাইটভাংগা ইউনিয়নের জুয়েল, রহমতপুর ইউনিয়নের রনি।
বর্তমানে নিহতদের মরদেহ ওমানের দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা হাসপাতালে ছুটে যান।
ওমানপ্রবাসী বাংলাদেশিরা জানান, নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠাতে প্রক্রিয়া শুরু হয়েছে। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।