শহীদ আবরার ফাহাদ এর স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ড কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের এর আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনা এবং তার আদর্শ ও আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের নেতারা।
সীতাকুণ্ড কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আশরাফ আলী জিকু সভাপতিত্বে এবং সাধারণত সম্পাদক ইকরামুল হক সিফাত এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইসমাইল হোসেন সিরাজী।
আরও উপস্থিত ছিলেন, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, উওর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন নীরব, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল, পৌরসভা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মিনহাজ উদ্দীন সহ কলেজ ও পৌরসভা ছাত্রদলের কর্মী ও নেতৃবৃন্দ প্রমুখ।