চট্টগ্রামের মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের আব্দুল লতিফ সারেং বাড়িতে ঘটনাটি ঘটে।
অগ্নিকাণ্ডে বায়োবৃদ্ধ নুরুল কবির আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার আগে অনেক বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
স্থানীয়দের বক্তব্য ভিন্ন। কেউ বলেন, ছোট বাচ্চারা খেলার ছলে গ্যাস লাইটের আগুন থেকে দুর্ঘটনা ঘটে, কেউ বলেন ক্ষতিগ্রস্থ ব্যক্তির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহম্মেদ হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও তদন্তাধীন। সরু রাস্তা ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে দ্রুত পৌঁছানো সম্ভব হয়নি, ফলে আগুনে সবকিছু পুড়ে গেছে।