সারাদেশে সরকার ঘোষিত ৪ অক্টোবর হতে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধের প্রেক্ষিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
উক্ত অভিযানে সমুদ্র হতে অবৈধভাবে ইলিশ মাছ আহরণ করার অপরাধে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় ৪ জন জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৬ জন জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট অভিযানে সহযোগীতা করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ্, বাংলাদেশ কোস্টগার্ড ও কুমিরা নৌ-পুলিশ।