চট্টগ্রামের মীরসরাই উপজেলায় উদ্বোধন হয়েছে ইনজেকটেবল টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৩৪ হাজার ২৪০ জন শিশুকে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্যে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
রবিবার (১২ অক্টোবর) সকালে মারুফ মডেল ইন্টারন্যাশনাল এন্ড কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন রানা, মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন, স্বাস্থ্য কমপ্লেক্সে টিকার দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ।
আগামী এক মাসব্যাপী উপজেলা ব্যাপী এই টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।