সারাদেশের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডেও আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এই টিকাদান কর্মসূচি এক মাসব্যাপী চলমান থাকবে।
রবিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় সীতাকুণ্ড থানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম বলেন, টাইফয়েড জ্বর হলে জীবনের ঝুঁকি থাকে এবং মৃত্যু হারও অনেক বেশী। সেই ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষিত রাখতেই এই টিকাদান কার্যক্রম হাতে নিয়েছে সরকার। অনেকের মনে টিকা নিয়ে ভয়ভীতি থাকে- এটি নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে কি না। আমরা সবাইকে আশ্বস্ত করছি, এই টিকা আন্তর্জাতিকভাবে পরীক্ষিত এবং এতে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়- এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশেষ করে নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য এই উদ্যোগ একটি বড় পরিবর্তন আনবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন বলেন, টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। উপজেলায় এক মাসব্যাপী টিকাদান কর্মসূচি চলবে সময়মতো টিকা দিলে শিশুদের এই রোগ থেকে সহজেই সুরক্ষা দেওয়া সম্ভব। আমরা চেষ্টা করছি প্রতিটি শিশুকে এই টিকার আওতায় আনতে।’
জানা যায়, পুরো উপজেলাজোড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ লাখ ১৩ হাজার ৩ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নিবন্ধনের আওতায় এসেছে ৬৬ হাজার ৬শ ১৮ জন। তবে নিবন্ধন ছাড়াও টিকা গ্রহণ করতে পারবে।
উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকায় মোট ৬০১টি কেন্দ্রের মধ্যে ৩৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৪১ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র রয়েছে। যা টানা ১০ দিন সব শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ২০ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে। টিকাদান কর্মসূচির প্রথমদিনে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে এক যুগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ শাহাদাত, মেডিকেল অফিসার ডাঃ তনয় মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, সহকারী শিক্ষা অফিসার আজমিরা খাতুন, সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, সীতাকুণ্ড থানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিনসহ প্রমুখ।