রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি সোমবার (১৩ অক্টোবর)
এই ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকার হরিণছড়া মুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এসময় হেডম্যান, কারবারী এবং অন্যান্য স্থানীয় জনগণ উক্ত সময়ে উপস্থিত ছিলেন। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ হতে শিক্ষা সম্প্রসারণের উদ্দেশ্যে ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।