আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস – ২০২৫ উপলক্ষে মীরসরাইয়ে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
”সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর ব্যবস্থাপনায় মীরসরাই উপজেলার প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বরে গিয়ে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল এর সঞ্চালনায় এবং উপজেলা নিবার্হী কর্মকর্তা সোমাইয়া আক্তার এর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আলা উদ্দিন কাদের, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী দিদারুল আলম, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশল রাফাত ইবনে মোরশেদ, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সাখাওয়াত হোসেন সহ উপজেলা কর্মকর্তা কর্মচারী বৃন্দ প্রমুখ।
দূর্যোগ প্রশমনে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি কল্পে র্যালী, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও নানা শ্রেণি পেশার মানুষ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
-
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
- Update Time : 03:33:41 pm, Monday, 13 October 2025
- 6 Time View
Tag :
জনপ্রিয় সংবাদ