চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা এনআইএলজি উপ-পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) এ.কে.এম লুৎফর রহমান।
উপজেলা সমাজসেবা অফিসার লুৎফন নেছা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাপ হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলমগীর বাদশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুল্লাহ্সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।