মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, মাদক নির্মূলে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার বিকল্প নেই। প্রত্যেকটা বিদ্যালয়ে বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। তরুণ প্রজন্ম খেলামুখী হলে, মাদক থেকে দূরে সরে এলে সমাজ বদলে যাবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাহেরখালী উচ্চ বিদ্যালয় আন্ত ক্লাব ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পদ্মা ক্লাব বনাম যমুনা ক্লাব মধ্যকার খেলায় ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী হয় পদ্মা ক্লাব। সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম মেছবাহুল হকের সভাপতিত্বে ও সাবেক শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন শাহীদুল ইসলাম চৌধুরী। রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক এম মাঈন উদ্দিন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহেরখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি খোকন, যুবদল নেতা শাহাদাত খান, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জনি, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন বাবু সহ প্রমুখ।
খেলা শেষে শাহীদুল ইসলাম চৌধুরী জামায়াত নেতা অধ্যাপক মফিজুর রহমানের বড় ভাইয়ের জানাজায় অংশগ্রহণ করেন। এছাড়াও অসুস্থ যুবদল নেতা সোহেলকে দেখতে যান তিনি।