আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এ.টি.এম. রেজাউল করিমের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের তার নিজ বাড়ির উঠানে এ বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে স্থানীয় সর্বস্তরের জনসাধারণ, যুব সমাজ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডাঃ রেজাউল করিম একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব প্রার্থী। তিনি দীর্ঘদিন ধরে রাঙ্গুনিয়ার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন।
বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডাঃ এটিএম রেজাউল করিমকে বিজয়ী করতে হবে, যাতে রাঙ্গুনিয়ার উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত থাকে।
শেষে দেশ ও রাঙ্গুনিয়ার শান্তি, সমৃদ্ধি এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দোয়া পরিচালনা করা হয়।