রাঙ্গুনিয়া ডক্টর সোসাইটির উদ্যোগে পরিচিত সভা ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের কনফারেন্স হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম শহরে কর্মরত রাঙ্গুনিয়ার বিভিন্ন চিকিৎসকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের চেয়ারম্যান ডাঃ এ.টি.এম. রেজাউল করিম।
ডা. মোহাম্মদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. কামরুল ইসলাম, প্রফেসর ডাঃ আফরোজা চৌধুরী, ডা. কোহিনূর নাহার, ডাঃ তফিকুর নাহার মুনা, ডাঃ এহসানুল হক, ডাঃ পলাশ, ডা. কাউসার আলম, ডা. সোহেল সিদ্দিকী, ডা. আবদুল্লাহ আল সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এটিএম রেজাউল করিম চিকিৎসকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা এবং রাঙ্গুনিয়ার মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান জানান।