সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় মগধরা ৮নং ওয়ার্ডের জনতা মার্কেট চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মগধরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাউছার আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পাশা সুজন এবং পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুলসুমা বেগম খেলনাসহ জনতা মার্কেটের ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথি ওসি সফিকুল আলম চৌধুরী বলেন, “এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী যাতে বাজারে বা রাস্তায় অবস্থান না করে, সে বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট। তবে স্থায়ী সমাধানের জন্য জনগণের সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য।”
সভা শেষে স্থানীয়দের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করা হয়, যা প্রশাসন আন্তরিকভাবে গ্রহণ করে।