রাঙ্গুনিয়া পৌরসভার মধ্যম সৈয়দবাড়ির মোহাম্মদ আলমগীর (৩৫) দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। তাঁর চিকিৎসার ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
পাক্ষিক চলমান রাঙ্গুনিয়া পত্রিকার অনলাইনে প্রকাশিত মানবিক প্রতিবেদনে সাড়া দিয়ে প্রথম আলো বন্ধুসভা রাঙ্গুনিয়া শাখা আলমগীরের পাশে দাঁড়িয়েছে।
‘একটি ভালো কাজ’ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) রাতে বন্ধুসভার সদস্যরা সৈয়দবাড়িতে গিয়ে তাঁর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো রাঙ্গুনিয়া বন্ধুসভার উপদেষ্ট সনজীব সুশীল,আব্বাস হোসাইন আফতাব, ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন লিডার জাহেদুর রহমান, রাঙ্গুনিয়া বন্ধুসভার সভাপতি এম. মোরশেদ আলম, সাধারণ সম্পাদক সুজন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক রবিউল মোস্তফা মুন্না, সদস্য শরীফুল ইসলাম ও মো.মাসুদ কবির।
বন্ধুসভার সদস্যরা বলেন, “মানুষ মানুষের জন্য, এই বিশ্বাস থেকেই আমরা আলমগীরের পাশে দাঁড়িয়েছি। আমাদের ছোট সহায়তা হয়তো তাঁর জীবনে একটু আশার আলো আনবে।”