মিরসরাই পারকিনসন্স সোসাইটির উদ্যোগে ডা. আফরোজা পারকিনসন্স সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মিঠাছরা বাজারে ডাইনামিক হাসপাতালে এই সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়।
মিরসরাই পারকিনসন্স সোসাইটির সভাপতি প্রফেসর ডা. জামসেদ আলমের সভাপতিত্বে শিপন শর্মার উপস্থাপনায় বক্তব্য রাখেন, ডা. আফরোজা আলম, উপদেষ্টা ডা. সাদিয়া, সদস্য ডা. রাজিয়া রহমান জলি, সাধারণ সম্পাদক মো. নজুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাংবাদিক বিপুল দাশ, উপজেলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি কামাল উদ্দিন, মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুল বাকী নিজামী, প্রফেসর ছলিম নিজামী, সহকারী শিক্ষক জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নারায়ণ সরকার, সমাজ সেবক মো. সাইফুল ইসলাম চৌধুরী। উপস্থিত ছিলেন, মিরসরাই পারকিনসন্স সোসাইটির কোষাধ্যক্ষ সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান রহমান সময়।
আলোচনা সভা শেষে ডা. আফরোজা আলম ফিতা ও কেক কেটে পারকিনসন্স সেবা কেন্দ্রের উদ্বোধন করেন। সভায় জানানো হয় পারকিনসন্স রোগীরা (হাত-পা কাঁপা, প্যারালাইসিস আক্রান্ত রোগীরা) এ সেবাকেন্দ্রে স্বল্পমূল্যে সেবা পাবেন।