রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে এসে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে পাঠদান করেন তিনি। এসময় তিনি শিক্ষার্থীদের আসন্ন নির্বাচনী পরীক্ষায় ভালো করার পরামর্শ দেন এবং মনোযোগী হয়ে অধ্যয়ন করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান শেষে ইউএনও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শ্রেণিকক্ষের শৃঙ্খলা ও পাঠদানের মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুমন শর্মা।
এর আগে ইউএনও মো. কামরুল হাসানকে বিদ্যালয় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বৈদ্য, স্কুল পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মাদ শওকত হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।