চট্টগ্রামের মিরসরাইয়ে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৫ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক আশুতোষ দাশ, বর্তমান প্রধান শিক্ষক মো. জামশেদ আলম, দুর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মো. জাহেদ আরিফ, এসএসসি ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থী হারুন নূর রশীদ, জোবায়দা খানুম, ইঞ্জিনিয়ার গোলাম সোবহান, সূফী মো. কামাল উদ্দিন, কলি রায়, প্রতীমা, কামাল উদ্দিন, শাহজাহান, নুর উল্লাহ, হানিফ চৌধুরী, অশোক সরকার।
আলোচনা সভা শেষে এসএসসি ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে মিঠাছরা উচ্চ বিদ্যালয় এবং সাবেক প্রধান শিক্ষক আশুতোষ দাশ কে সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। নিয়মিত শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিক ও দায়িত্ববান নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহবান জানান প্রাক্তন শিক্ষার্থীরা।