সন্দ্বীপ উপজেলা প্রশাসন উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২২ পালিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২২ উদযাপন উপলক্ষ্যে শহীদ মিনারে বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুলের শুভেচ্ছা, র্যালি অনুষ্ঠিত হয় পরে উপজেলা পরিষদের বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে আলোচনা সভা করা হয়েছে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাটখীসার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি ।
সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈনউদ্দীন, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ষ্টোশন অফিসার কিরিটি রঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল ওহাব, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা রবিন সরকার, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম সহ উপজেলা পরিষদের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা বৃন্দরা। প্রসঙ্গগত বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বলতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বুঝায়। ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে।
এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। ১৯৭১ এর ১৪ ডিসেম্বরে নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।