চট্টগ্রাম 1:01 am, Monday, 27 October 2025

মাধ্যমিক শিক্ষা অফিসারের দ্রুত বদলি দাবি; সন্দ্বীপে শিক্ষক সমিতির অভিযোগ ইউএনও’র কাছে

সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সদ্য যোগদান করা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসলাম খানের মানসিক ভারসাম্যহীন আচরণের কারণে তাঁর দ্রুত বদলির দাবি জানিয়েছে শিক্ষক সমাজ। এ দাবি জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র হস্তান্তর করেন।

অভিযোগে বলা হয়, সদ্য যোগদানকৃত শিক্ষা অফিসার আসলাম খান দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অস্বাভাবিক আচরণ করছেন। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, সন্দ্বীপের শিক্ষা পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে মানসিকভাবে অস্থিতিশীল এই কর্মকর্তাকে অবিলম্বে অপসারণ করা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রা‌মে কৃষি সম্পর্কিত বামিস অ্যাপস ব্যবহার ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সম্পন্ন

মাধ্যমিক শিক্ষা অফিসারের দ্রুত বদলি দাবি; সন্দ্বীপে শিক্ষক সমিতির অভিযোগ ইউএনও’র কাছে

Update Time : 11:05:47 pm, Sunday, 26 October 2025

সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সদ্য যোগদান করা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসলাম খানের মানসিক ভারসাম্যহীন আচরণের কারণে তাঁর দ্রুত বদলির দাবি জানিয়েছে শিক্ষক সমাজ। এ দাবি জানিয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মংচিংনু মারমার সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগপত্র হস্তান্তর করেন।

অভিযোগে বলা হয়, সদ্য যোগদানকৃত শিক্ষা অফিসার আসলাম খান দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অস্বাভাবিক আচরণ করছেন। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অভিযোগ গ্রহণ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, সন্দ্বীপের শিক্ষা পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে মানসিকভাবে অস্থিতিশীল এই কর্মকর্তাকে অবিলম্বে অপসারণ করা জরুরি।