চট্টগ্রাম 11:22 pm, Wednesday, 29 October 2025

২৮শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডে খুনিদের বিচার দাবীতে সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল

২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের দ্বারা লগি-বৈঠা দিয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও জামায়াত নেতাকে পিটিয়ে হত্যার বিচার দাবীতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌরসদরের দক্ষিণ বাইপাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ডি.টি প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সামনে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ তাহের’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জসিম উদ্দিন আজাদ, মোহাম্মদ আশরাফ উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মু.কুতুবউদ্দিন শিবলী, প্রধান মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, পৌর আমীর হাফেজ আলী আকবরসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়া পল্টনসহ ঢাকার রাজপথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে ১৪ জন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও জামায়াত নেতাকে হত্যা করে। তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের ১৮ বছর পরও বিচার চাইতে দেওয়া হয়নি। বক্তারা আরও বলেন, এই স্বৈরাচারী আওয়ামী সরকার গত ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন সময় হয়েছে দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে অজগর উদ্ধার

২৮শে অক্টোবর পল্টন হত্যাকাণ্ডে খুনিদের বিচার দাবীতে সীতাকুণ্ডে জামায়াতের বিক্ষোভ মিছিল

Update Time : 09:21:32 am, Wednesday, 29 October 2025

২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের দ্বারা লগি-বৈঠা দিয়ে ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও জামায়াত নেতাকে পিটিয়ে হত্যার বিচার দাবীতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌরসদরের দক্ষিণ বাইপাস থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ডি.টি প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভার সামনে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ তাহের’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জসিম উদ্দিন আজাদ, মোহাম্মদ আশরাফ উদ্দিন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মু.কুতুবউদ্দিন শিবলী, প্রধান মিডিয়া সম্পাদক আবুল হোসাইন, পৌর আমীর হাফেজ আলী আকবরসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

বক্তারা বলেন, বিগত ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়া পল্টনসহ ঢাকার রাজপথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে পিটিয়ে ১৪ জন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ও জামায়াত নেতাকে হত্যা করে। তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের ১৮ বছর পরও বিচার চাইতে দেওয়া হয়নি। বক্তারা আরও বলেন, এই স্বৈরাচারী আওয়ামী সরকার গত ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন সময় হয়েছে দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর।