সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সন্দ্বীপ পৌরসভায় নিবন্ধিত জেলেদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর মহসিন আলম, পৌর নকশাবিদ রবিউল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌরসভা সূত্রে জানা যায়, নিবন্ধিত ২৫০ জন জেলেকে জন প্রতি ২৫ কেজি করে মোট ১২ দশমিক ৪ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।
ইউএনও মংচিংনু মারমা বলেন, সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি জেলেদের দুঃসময়ে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে। তিনি নিয়মিতভাবে এই সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ 


















