আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ( আকবরশাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ কে প্রার্থী হিসেবে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ার্পাসনের কার্যালয় থেকে সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। ঘোষণার পর থেকে দলের নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। সবাই দ্রুত রাস্তায় নেমে এসে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানাতে থাকেন।
সন্ধ্যা ৭টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বড়দারোগাহাট থেকে সিটি গেইট পর্যন্ত ৩৯ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্থানে মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে হাজার হাজার যানবাহন ও যাত্রীরা আটকা পড়ে। এদিকে রেলপথও অবরোধের কারণে হাজার হাজার যাত্রীও ভোগান্তিতে পড়েছে।
																			
																সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি								 










