“রাঙ্গুনিয়ার প্রতিটি ঘরে শিক্ষা ও স্বাস্থ্যসেবার আলো পৌঁছে দিতে আমি জনগণের সঙ্গে কাজ করতে চাই। জনতার অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না, তাই জনগণই হবে আমার শক্তি”- এমন মন্তব্য করেছেন রাঙ্গুনিয়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।
সোমবার (৩ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা কর্মসূচিতে তিনি রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া, কোদালা ও শিলক ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকে অংশ নেন। এসময় তিনি চিকিৎসা, সড়ক ও শিক্ষাখাতে উন্নয়নের অঙ্গীকার তুলে ধরেন।
বক্তব্যে ডাঃ রেজাউল করিম বলেন, “রাঙ্গুনিয়ার মানুষ চিকিৎসা, শিক্ষা ও সড়ক ব্যবস্থায় উন্নত সেবা পেতে চায়। আমি চাই প্রত্যেক ইউনিয়নে একটি করে আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে উঠুক, গ্রামের স্কুলগুলো হোক মানসম্মত, আর রাস্তাঘাটগুলো যেন জনগণের জীবনযাত্রাকে সহজ করে তোলে। উন্নয়ন মানে শুধু কাঠামো নয়, মানুষের জীবনে স্বস্তি আনা- এটাই আমার লক্ষ্য।”
এদিনের কর্মসূচির শুরুতে তিনি পারুয়া সাহাব্দীনগরে আয়োজিত কঠিন দানোৎসবে শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য প্রদান করেন। পরে পর্যায়ক্রমে কোলাদা বড় মসজিদে মতবিনিময় সভা, কাঠালতলী বাজারে উঠান বৈঠক এবং শিলক ডংগের মুখে খোলাফায়ে রাশেদীন (রা.) নূরানী মাদ্রাসার আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, হেলাল চৌধুরী, সরোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
																			
																রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি								 










