চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শান্তির হাট বাজারে মোবাইল কোর্টের অভিযানে পাটজাত বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে ৫টি চাউলের আড়ত ও অটো রাইচমিলকে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর ২০২৫) এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করা চাউল বিভিন্ন জেলার (দিনাজপুর, নওগাঁ ইত্যাদি) নাম ব্যবহার করে প্যাকেটজাত করা হচ্ছিল, যা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে। এ কারণে “পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” অনুসারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট।
অভিযানকালে উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক বাবুল চন্দ্র দাস। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ জানান, “পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন অভিযান অব্যাহত থাকবে।”
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 



















