একটি দেশের সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অন্যতম। দেশে গুজব প্রতিরোধে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। তাই গণমাধ্যমকর্মীদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের বিকল্প নেই। দেশের সুশাসন নিশ্চিতে গণমাধ্যম কর্মী সহ মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ ভাবে কাজ করে যেতে হবে।
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) কতৃক আয়োজিত এবং কাপ্তাই উপজেলা প্রশাসন ও তথ্য অফিসের সহযোগিতায় বুধবার (৫ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরী হলরুমেউক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বর্তমান সময়ে যেই হারে গুজব ছড়াচ্ছে তাই সকলকে বিবেক দিয়ে কাজ করতে হবে। কোন তথ্য পেয়ে নিশ্চিত না হয়ে কিংবা সত্যতা না নিয়ে কখনো সরাসরি প্রচার করা যাবেনা। গুজব প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) উপপ্রধান তথ্য অফিসার (পরিচালক) মোঃ সাঈদ হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার বাপ্পি চক্রবর্তী, তথ্য অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসাইন।
উক্ত মতবিনিময় সভায় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার সংবাদকর্মী সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
অর্ণব মল্লিক, কাপ্তাই 















