উত্তর চট্টগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টা প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের হলরুমে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান রিজভী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নজরুল গবেষক ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন, কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা শামসুর নাহার, গনিত বিভাগের সহকারী অধ্যাপক কামাল উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল, অর্থ সচিব জিয়াউল হকসহ কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য ও কলেজের শিক্ষার্থী বৃন্দ প্রমুখ।
এই সময় অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তোমরা যে কৃতিত্ব অর্জন করেছ, এটি কোনো একদিনের পরিশ্রমের ফল নয়। এটি নিয়মিত অধ্যবসায়, পরিশ্রম, শৃঙ্খলা এবং লক্ষ্যনিষ্ঠার ফল। জীবনে এগিয়ে যেতে হলে এই গুণগুলো আরও ধরে রাখতে হবে। আরো মনে রাখতে হবে শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয় এটি মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য। সমাজ ও দেশের জন্য কিছু করার মানসিকতা নিয়ে সামনে এগিয়ে চলো। দেশে তোমাদের মতো মেধাবী, সৎ, পরিশ্রমী তরুণদেরই প্রয়োজন।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 

















