অসহায় ও নিম্ন-আয়ের নারীদের আত্মনির্ভরশীল করতে সন্দ্বীপ পৌরসভার উদ্যোগে কেক তৈরির প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) কর্তৃক বাস্তবায়িত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পৌর অর্থায়নে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
আবেদন যাচাই-বাছাই শেষে মোট ৪০ জন নারীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। দুই ব্যাচে বিভক্ত এ প্রশিক্ষণের প্রথম ব্যাচ অনুষ্ঠিত হয় ৩ থেকে ৪ নভেম্বর এবং দ্বিতীয় ব্যাচ ৫ থেকে ৬ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দ.) ও সহকারী প্রকৌশলী কৌশিক বড়ুয়া নীহার। এসময় উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা এস. এম. রবিউল ইসলাম, মো. সাইফুল ইসলাম এবং IUGIP প্রকল্পের কনসালটেন্ট মো. সালাউদ্দিন রনি।
চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষে গত ৬ নভেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশাসকের সহায়তা কমিটির সদস্য, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরগণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোহসীন আলম, পৌর কর্মকর্তা এস. এম. রবিউল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. আবু হানিফ, IUGIP প্রকল্পের মিউনিসিপাল ইঞ্জিনিয়ার আমিনুল হক খান, সহকারী প্রকৌশলী মো. জাকারিয়া খান, কনসালটেন্ট মো. সালাউদ্দিন রনি ও প্রশিক্ষক আব্দুল করিম আলো।
প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা কেক তৈরি ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভরশীল হওয়ার কৌশল বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
ইলিয়াছ সুমন, সন্দ্বীপ 

















