চট্টগ্রাম 9:39 pm, Thursday, 6 November 2025

মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি, পুরস্কার পেল তিন শতাধিক শিক্ষার্থী

চলতি বছরের অক্টোবর মাসে ক্লাসে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেয়েছে চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ নভেম্বর ) দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিতিদের পুরস্কার স্বরূপ খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী এবং বই বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতার অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও অন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন৷

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক খায়রুল ইসলাম সোহেল বলেন, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার মানোন্নয়ন বজায় রাখতে ধারাবাহিকভাবে এই বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। শিক্ষার পরিবেশ ধরে রাখতে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ এটাই প্রত্যাশা।

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এই উদ্যোগ আমরা গত দুবছরের ধারাবাহিক কার্যক্রম। এতে আমরা ভালো সাড়া পাচ্ছিলাম। বর্তমানে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে উপস্থিত থাকছে দেখে নিজের কাছে ভালো লাগছে। এবার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৮ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ৩৭০ জন শিক্ষার্থীদের এ উপহার তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের উপস্থিতির জন্য অভিভাবকদের সর্বোচ্চ তাগিদ দিয়ে থাকি। ইনশাআল্লাহ আমাদের এই তালিকা আরও দীর্ঘ হবে, যদি অভিভাবকরা সচেতন হন।

উল্লেখ্য, মিরসরাই সদরে অবস্থিত এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পর থেকে উপজেলাব্যাপী শিক্ষা বিনির্মাণে নানাভাবে অবদান রাখছে৷ সম্প্রতি বছরগুলোতে সহপাঠের অংশ হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাক্ষর রেখেছে শিক্ষার্থীরা৷ সবশেষ জেলা পর্যায়ে অংশ নেয় কাবাডি, ফুটবল এবং হ্যান্ডবল প্রতিযোগিতায়৷ এতে কাবাডি প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলায় রানার্সআপ অর্জন করে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সন্দ্বীপে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও প্রচারাভিযান

মিরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি, পুরস্কার পেল তিন শতাধিক শিক্ষার্থী

Update Time : 07:09:03 pm, Thursday, 6 November 2025

চলতি বছরের অক্টোবর মাসে ক্লাসে শতভাগ উপস্থিত থেকে পুরস্কার পেয়েছে চট্টগ্রামের মিরসরাই পৌর সদরে অবস্থিত মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৬ নভেম্বর ) দুপুরে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপস্থিতিদের পুরস্কার স্বরূপ খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী এবং বই বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। সে ধারাবাহিকতার অংশ হিসেবে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও অন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এই কার্যক্রম পরিচালনা করে আসছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিন৷

বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক খায়রুল ইসলাম সোহেল বলেন, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ। শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার মানোন্নয়ন বজায় রাখতে ধারাবাহিকভাবে এই বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন কর্মসূচি পালন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। শিক্ষার পরিবেশ ধরে রাখতে ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করবে বিদ্যালয় কর্তৃপক্ষ এটাই প্রত্যাশা।

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, এই উদ্যোগ আমরা গত দুবছরের ধারাবাহিক কার্যক্রম। এতে আমরা ভালো সাড়া পাচ্ছিলাম। বর্তমানে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে উপস্থিত থাকছে দেখে নিজের কাছে ভালো লাগছে। এবার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ৮ শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ৩৭০ জন শিক্ষার্থীদের এ উপহার তুলে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের উপস্থিতির জন্য অভিভাবকদের সর্বোচ্চ তাগিদ দিয়ে থাকি। ইনশাআল্লাহ আমাদের এই তালিকা আরও দীর্ঘ হবে, যদি অভিভাবকরা সচেতন হন।

উল্লেখ্য, মিরসরাই সদরে অবস্থিত এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠার পর থেকে উপজেলাব্যাপী শিক্ষা বিনির্মাণে নানাভাবে অবদান রাখছে৷ সম্প্রতি বছরগুলোতে সহপাঠের অংশ হিসেবে উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাক্ষর রেখেছে শিক্ষার্থীরা৷ সবশেষ জেলা পর্যায়ে অংশ নেয় কাবাডি, ফুটবল এবং হ্যান্ডবল প্রতিযোগিতায়৷ এতে কাবাডি প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলায় রানার্সআপ অর্জন করে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়৷