৬ নভেম্বর: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী ওমরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দীন সিকদার।
শনিবার তিনি নিহতের গ্রামের বাড়ি বাউরিয়া ইউনিয়নের নিজ বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় আলাউদ্দীন সিকদার বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তারা দেশের জন্য কঠোর পরিশ্রম করেন। তাদের ত্যাগের সম্মান রক্ষা করা আমাদের দায়িত্ব।”
তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 

















