চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষের পক্ষে ও সাবেক তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল পাশার সমর্থনে বিশাল প্রচারাভিযান ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপের সর্বস্তরের জনগণ, উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এ প্রচারাভিযান ও মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নিঝুম খান, মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর, যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, বাউরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান ঝন্টু, যুবদলের আহ্বায়ক টিটু হায়দার, সন্তোষপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সামছুদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক মো. শাহাদাত, আমানউল্লাহ ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন বাহাদুর, সাধারণ সম্পাদক আলমগীর মেম্বার, যুবদলের আহ্বায়ক মাস্টার রাফি, সদস্য সচিব মো. আকতার, দীর্ঘাপার ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ফুলমিয়া, সাধারণ সম্পাদক মো. ফরিদ, যুবদলের সদস্য সচিব মোশাররফ হোসেন, কালাপানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবির বাহার, সাধারণ সম্পাদক হাজী নিজাম, যুবদলের আহ্বায়ক মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন ও মাইন উদ্দিন, সারিকাইত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল মেম্বার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক মো. সফিকুর রহমান, আজিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন চেয়ারম্যান, যুবদলের আহ্বায়ক আবু তাহের, হরিশপুরের মোশাররফ হোসেন আফছার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. মাহবুবুল আলম শিমুল, নাজিম কমিশনার, আকরাম, সোহাগ, আকতার, আলী, হারামিয়া ইউনিয়নের আফছার, মাওলা, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রীস, যুবদলের সদস্য সচিব জাকারিয়া তসলিম, যুগ্ম আহ্বায়ক মামুন খান, উপজেলা যুবদল নেতা মাইন, দিদারুল আলম সোহেল, শিকদার, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুদ্দীন কবির শিমুল, দিদার, মনির, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহীন, ইকবাল হোসেন পপেল, মগধরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন রসুল, মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মোস্তফা কামাল পাশার হাতে ধানের শীষ তুলে দেওয়ার পর থেকে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। শুধু তাই নয়, ২০০৮ সালের কঠিন সময়ে সারা দেশে বিএনপির মাত্র ২৯ জন এমপি নির্বাচিত হলেও মোস্তফা কামাল পাশা তাঁদের একজন ছিলেন।
বক্তারা আরও বলেন, সন্দ্বীপকে বিএনপির দুর্গে পরিণত করা এই জনতার নেতাকে পাশ কাটিয়ে যদি জোটের বা অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবেই এই আসন হাতছাড়া হয়ে যাবে এবং সংগঠনিকভাবে বিএনপি দুর্বল হয়ে পড়বে।
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি 

















