রাঙ্গুনিয়ার লালানগর চতজ্যাপাড়া জামে মসজিদে ৪০ দিন নিয়মিত জামাতে নামাজ আদায়কারী ৩০ শিক্ষার্থীর হাতে বিশেষ উপহার তুলে দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে মসজিদ প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপহারপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর মধ্যে বিশেষ কৃতিত্বের ভিত্তিতে তিনজনকে সাইকেল প্রদান করা হয়। বাকিদের হাতে তুলে ব্যাগ ও শিক্ষা উপকরণ।
শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ডাঃ রেজাউল করিম বলেন- “শিক্ষা, শৃঙ্খলা ও ইবাদতের সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ে ওঠে। রাঙ্গুনিয়ার প্রতিটি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। নিয়মিত নামাজ আদায়কারী শিক্ষার্থীদের এই পুরস্কার আমাদের ভবিষ্যৎ কাজের অংশ।”
উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত নামাজ ও পড়াশোনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। স্থানীয় অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানান।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
















