আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি গণসংযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ, উঠান বৈঠক ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
দিনের শুরুতে তিনি রাঙ্গুনিয়ার ছাত্র প্রতিনিধি ও তরুণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শিক্ষার্থীদের মতামত শোনেন এবং ভবিষ্যৎ রাঙ্গুনিয়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। পরে মরিয়মনগর এলাকায় ব্যাপক গণসংযোগ করে স্থানীয়দের খোঁজখবর নেন ও সমর্থন কামনা করেন।
এরপর তিনি রাহাতীয়া দরবার শরীফে জিয়ারত করেন এবং দরবারের সাজ্জাদানশীল ওবাইদুল মোস্তাফা নঈমীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সেখানে তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় নেয়া তার নানা উদ্যোগের কথা তুলে ধরেন।
দুপুরে লালানগর চতজ্যাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নিয়মিত নামাজ আদায়কারী তিন শিক্ষার্থীর হাতে সাইকেল এবং মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে ব্যাগ তুলে দেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন— “আগামী প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে প্রতিটি ইউনিয়নে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করতে চাই।”
দিনব্যাপী কর্মসূচির শেষভাগে তিনি মরিয়মনগর থেকে কাটাকালী পর্যন্ত আরেক দফা গণসংযোগ করেন। এসময় স্থানীয়দের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা শোনেন এবং উন্নয়নমুখী বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।
সন্ধ্যায় শেষ কর্মসূচি হিসেবে তিনি মরিয়মনগর ফুলগাজিপাড়ায় এক উঠান বৈঠকে যোগ দেন।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর আমীর হাসান মুরাদ, নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, সরোয়ার হোসেন, মহিউদ্দিন বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
















