চট্টগ্রাম 12:47 am, Sunday, 9 November 2025

মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপে জমজমাট ইংলিশ অলিম্পিয়াড

শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করা এবং শৈশব থেকেই ভাষাগত দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো সন্দ্বীপে অনুষ্ঠিত হলো ‘সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা’।

শনিবার সকাল ১০টায় উপজেলার মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াডের আয়োজন করে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করে মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ শাখা।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম থেকে ৯ম শ্রেণির প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. জামসেদ উদ্দিন এবং সহকারী সচিব ছিলেন দিদারুল আলম। কেন্দ্র সুপার ছিলেন মাইন উদ্দিন, সহ-সুপার ওমর কায়সার, সদস্য সচিব নাজমুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক রহিম উল্ল্যাহ।
প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াদ উদ্দিন, কাজী আনোয়ার, গোলাম মোস্তফা, আকতার হোসেন, সহিদ উদ্দিন মিলাদ, শহিদ সরোয়ার রাসেল, এম এ হাসেম ও জামাল উদ্দিন।

কেন্দ্র সচিব মো. জামসেদ উদ্দিন বলেন, ‘সন্দ্বীপের শিক্ষার্থীরা ইংরেজিতে কিছুটা দুর্বল হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষা ও কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ে। মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ায় আমরা আশাবাদী—এ উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

পরীক্ষা নিয়ন্ত্রক রহিম উল্ল্যাহ বলেন, ‘বর্তমান যুগে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে উচ্চশিক্ষা অর্জন কঠিন হয়ে পড়ে। সন্দ্বীপে ইংরেজি শিক্ষার প্রসারে আমরা কাজ করছি।’

সদস্য সচিব নাজমুল ইসলাম বলেন, ‘এমন একটি উদ্যোগে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। শুধু ইংরেজি নয়, ভবিষ্যতে সন্দ্বীপে গণিত, বিজ্ঞান ও আইসিটি অলিম্পিয়াড আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুপ্তছড়া ঘাটে পল্টুন স্থাপনে অগ্রগতি পরিদর্শন করলেন নুরুল মোস্তফা খোকন

মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সন্দ্বীপে জমজমাট ইংলিশ অলিম্পিয়াড

Update Time : 08:49:55 pm, Saturday, 8 November 2025

শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করা এবং শৈশব থেকেই ভাষাগত দক্ষতা গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো সন্দ্বীপে অনুষ্ঠিত হলো ‘সন্দ্বীপ ইংলিশ অলিম্পিয়াড মেধাবৃত্তি প্রতিযোগিতা’।

শনিবার সকাল ১০টায় উপজেলার মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে এ অলিম্পিয়াডের আয়োজন করে মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশন। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করে মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সন্দ্বীপ শাখা।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ম থেকে ৯ম শ্রেণির প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।

কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মো. জামসেদ উদ্দিন এবং সহকারী সচিব ছিলেন দিদারুল আলম। কেন্দ্র সুপার ছিলেন মাইন উদ্দিন, সহ-সুপার ওমর কায়সার, সদস্য সচিব নাজমুল ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক রহিম উল্ল্যাহ।
প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রিয়াদ উদ্দিন, কাজী আনোয়ার, গোলাম মোস্তফা, আকতার হোসেন, সহিদ উদ্দিন মিলাদ, শহিদ সরোয়ার রাসেল, এম এ হাসেম ও জামাল উদ্দিন।

কেন্দ্র সচিব মো. জামসেদ উদ্দিন বলেন, ‘সন্দ্বীপের শিক্ষার্থীরা ইংরেজিতে কিছুটা দুর্বল হওয়ায় প্রতিযোগিতামূলক পরীক্ষা ও কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ে। মাহফুজ-সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ায় আমরা আশাবাদী—এ উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

পরীক্ষা নিয়ন্ত্রক রহিম উল্ল্যাহ বলেন, ‘বর্তমান যুগে ইংরেজি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে পিছিয়ে থাকলে উচ্চশিক্ষা অর্জন কঠিন হয়ে পড়ে। সন্দ্বীপে ইংরেজি শিক্ষার প্রসারে আমরা কাজ করছি।’

সদস্য সচিব নাজমুল ইসলাম বলেন, ‘এমন একটি উদ্যোগে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। শুধু ইংরেজি নয়, ভবিষ্যতে সন্দ্বীপে গণিত, বিজ্ঞান ও আইসিটি অলিম্পিয়াড আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।’