চট্টগ্রামের মিসরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সালাউদ্দিন (৩৬) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সালাউদ্দিন উপজেলার ১৬ নং সাহেরখালি ইউনিয়নের উত্তর সাহেরখালি এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। শুক্রবার মধ্যরাতে সাহেরখালি ইউনিয়নের ভোরের বাজারের সবজি বাজার থেকে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
সালাউদ্দিনের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করে সায়েরখালি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হোসেন বলেন, পুলিশের হাতে সালাউদ্দিন গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছি। আমাদের সংগঠনে মাদকের সাথে যুক্ত কারো ঠাঁই নেই। সালাউদ্দিনের বিষয়ে নিশ্চই ঊর্ধ্বতন নেতারা সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সাহেরখালি ইউনিয়নের ভোরের বাজার থেকে ১০০ পিস ইয়াবাসহ সালাউদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছি আমরা। আইনগত ব্যবস্থা গ্রহণ করে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 


















