চট্টগ্রাম 1:21 am, Sunday, 9 November 2025
কুমিরা–গুপ্তছড়া নৌরুটে বিনামূল্যে গর্ভবতী নারী ও লাশ পরিবহন সার্ভিস চালু

গুপ্তছড়া ঘাটে পল্টুন স্থাপনে অগ্রগতি পরিদর্শন করলেন নুরুল মোস্তফা খোকন

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা–গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী নারী ও মৃতদেহ পরিবহন সার্ভিস।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় গুপ্তছড়া ঘাটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সার্ভিসের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলছেন, সন্দ্বীপবাসীর যাতায়াতে এটি এক “যুগান্তকারী পদক্ষেপ”।

উদ্যোগের অংশ হিসেবে নুরুল মোস্তফা খোকনের পক্ষ থেকে গুপ্তছড়া ঘাটে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি অত্যাধুনিক স্পিডবোট উপহার দেওয়া হয়েছে। নৌযানটিতে রয়েছে ছাদযুক্ত কেবিন, ঝড়–বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, আরামদায়ক আসন ও যাত্রীদের জন্য ওয়াশরুমের সুবিধা।

নুরুল মোস্তফা খোকন জানান, “এখন থেকে আমার এই স্পিডবোটে মৃতদেহ পরিবহনের সময় সঙ্গে চারজন যাত্রী বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আর গর্ভবতী মায়েদের সঙ্গে দুইজন অতিরিক্ত যাত্রীও বিনামূল্যে এই সার্ভিস পাবেন—দিন-রাত ২৪ ঘণ্টা।”

তিনি আরও জানান, আগামী জানুয়ারিতে তাঁর অর্থায়নে আরও পাঁচটি নতুন স্পিডবোট সংযোজন করা হবে, যা সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় ব্যবহার করতে পারবেন।

গুপ্তছড়া ঘাটে ভাসমান পল্টুন স্থাপনের অগ্রগতি পরিদর্শনকালে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের টিমও উপস্থিত ছিলেন।

পল্টুন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, “সন্দ্বীপবাসী বছরের পর বছর হাটুসমান কাদা মাড়িয়ে স্পিডবোটে উঠতে বাধ্য হচ্ছেন। এই দুর্ভোগের অবসান ঘটাতে আমি পল্টুন স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছি। কর্ণফুলী শিপ বিল্ডার্স ইতোমধ্যে সার্ভে শুরু করেছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই কাজ শুরু হবে।”

নিজের উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন,
> “আমি এখানে এমপি হতে আসিনি—এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিতে। মানুষের জন্য আমার এই মানবিক কাজ চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, নুরুল মোস্তফা খোকনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিরা–সন্দ্বীপ নৌরুটে যাত্রীসেবা ও নিরাপত্তায় নতুন এক স্বস্তির অধ্যায় সূচিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুপ্তছড়া ঘাটে পল্টুন স্থাপনে অগ্রগতি পরিদর্শন করলেন নুরুল মোস্তফা খোকন

কুমিরা–গুপ্তছড়া নৌরুটে বিনামূল্যে গর্ভবতী নারী ও লাশ পরিবহন সার্ভিস চালু

গুপ্তছড়া ঘাটে পল্টুন স্থাপনে অগ্রগতি পরিদর্শন করলেন নুরুল মোস্তফা খোকন

Update Time : 11:24:37 pm, Saturday, 8 November 2025

সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে নুরুল মোস্তফা খোকন ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কুমিরা–গুপ্তছড়া নৌরুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বিনামূল্যে গর্ভবতী নারী ও মৃতদেহ পরিবহন সার্ভিস।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় গুপ্তছড়া ঘাটে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সার্ভিসের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নুরুল মোস্তফা খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা বলছেন, সন্দ্বীপবাসীর যাতায়াতে এটি এক “যুগান্তকারী পদক্ষেপ”।

উদ্যোগের অংশ হিসেবে নুরুল মোস্তফা খোকনের পক্ষ থেকে গুপ্তছড়া ঘাটে ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি অত্যাধুনিক স্পিডবোট উপহার দেওয়া হয়েছে। নৌযানটিতে রয়েছে ছাদযুক্ত কেবিন, ঝড়–বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, আরামদায়ক আসন ও যাত্রীদের জন্য ওয়াশরুমের সুবিধা।

নুরুল মোস্তফা খোকন জানান, “এখন থেকে আমার এই স্পিডবোটে মৃতদেহ পরিবহনের সময় সঙ্গে চারজন যাত্রী বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। আর গর্ভবতী মায়েদের সঙ্গে দুইজন অতিরিক্ত যাত্রীও বিনামূল্যে এই সার্ভিস পাবেন—দিন-রাত ২৪ ঘণ্টা।”

তিনি আরও জানান, আগামী জানুয়ারিতে তাঁর অর্থায়নে আরও পাঁচটি নতুন স্পিডবোট সংযোজন করা হবে, যা সাধারণ যাত্রীরা স্বল্প ভাড়ায় ব্যবহার করতে পারবেন।

গুপ্তছড়া ঘাটে ভাসমান পল্টুন স্থাপনের অগ্রগতি পরিদর্শনকালে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের টিমও উপস্থিত ছিলেন।

পল্টুন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, “সন্দ্বীপবাসী বছরের পর বছর হাটুসমান কাদা মাড়িয়ে স্পিডবোটে উঠতে বাধ্য হচ্ছেন। এই দুর্ভোগের অবসান ঘটাতে আমি পল্টুন স্থাপনের প্রতিশ্রুতি দিচ্ছি। কর্ণফুলী শিপ বিল্ডার্স ইতোমধ্যে সার্ভে শুরু করেছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই কাজ শুরু হবে।”

নিজের উদ্দেশ্য সম্পর্কে তিনি আরও বলেন,
> “আমি এখানে এমপি হতে আসিনি—এসেছি আপনাদের দোয়া ও ভালোবাসা নিতে। মানুষের জন্য আমার এই মানবিক কাজ চলমান থাকবে, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, নুরুল মোস্তফা খোকনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিরা–সন্দ্বীপ নৌরুটে যাত্রীসেবা ও নিরাপত্তায় নতুন এক স্বস্তির অধ্যায় সূচিত হবে।