ঢাকার শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং তিন দফা দাবির পক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের ইছাখালি এলাকায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির রাঙ্গুনিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সুপ্লব মিত্র তালুকদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তরজেলার সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা শাখার উপদেষ্টা মো. ইউসুফ।
রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ শাওন এর সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষক ফরিদুল আলম, পারভীন আক্তার, মোজাম্মেল হক, শংকর বিশ্বাস, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কালু শাহ ও নবীর হোসেন।
বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করলে তাঁদের ওপর হামলা চালানো দুঃখজনক ও নিন্দনীয়। দ্রুত হামলাকারীদের শাস্তি এবং প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবি করেন তাঁরা।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 


















