চট্টগ্রাম 7:00 pm, Tuesday, 11 November 2025

আগামী নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে: হুমাম কাদের চৌধুরী

আগামী জাতীয় সংসদ নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া আসনে ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে হোসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মির্জা নাজিম উদ্দিন (খোকন)-এর বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, “বিএনপি এমন একটি দল যেখানে সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ আছে—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সবাই মিলেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

নিজের বক্তব্যে তিনি অতীতের স্মৃতি তুলে ধরে আরও বলেন, “প্রতিদিন পথসভা ও জনসভা শেষ করে ফিরতে ফিরতে আমার পাঞ্জাবি ঘামে ভিজে যায়। আজ হোসনাবাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে সেই পাঞ্জাবি আরও পাঁচ লিটার ঘামে ভিজবে—যেমনটা হতো আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনের সময়। তখন যত বেশি ঘাম ঝরত, তত বেশি ভোট পেতেন তিনি। আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করছে—হোসনাবাদের অধিকাংশ ভোট ধানের শীষের পক্ষে যাবে, ইনশাআল্লাহ।”

জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,
“আপনাদের ভালোবাসা পেয়ে মনে হচ্ছে আমি ইতোমধ্যে নির্বাচনে জয়ী হয়েছি। প্রতিশ্রুতি দিচ্ছি—বাবার সন্তান হিসেবে ও ধানের শীষের প্রার্থী হিসেবে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব, ইনশাআল্লাহ।”

উঠান বৈঠক শেষে তিনি উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজক পরিবারের জিয়াফত অনুষ্ঠানে অংশ নেন। বৈঠকে হোসনাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে: হুমাম কাদের চৌধুরী

আগামী নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে: হুমাম কাদের চৌধুরী

Update Time : 06:10:18 pm, Tuesday, 11 November 2025

আগামী জাতীয় সংসদ নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া আসনে ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে হোসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মির্জা নাজিম উদ্দিন (খোকন)-এর বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হুমাম কাদের চৌধুরী বলেন, “বিএনপি এমন একটি দল যেখানে সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ আছে—মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা সবাই মিলেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

নিজের বক্তব্যে তিনি অতীতের স্মৃতি তুলে ধরে আরও বলেন, “প্রতিদিন পথসভা ও জনসভা শেষ করে ফিরতে ফিরতে আমার পাঞ্জাবি ঘামে ভিজে যায়। আজ হোসনাবাদের ভালোবাসা দেখে মনে হচ্ছে সেই পাঞ্জাবি আরও পাঁচ লিটার ঘামে ভিজবে—যেমনটা হতো আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনের সময়। তখন যত বেশি ঘাম ঝরত, তত বেশি ভোট পেতেন তিনি। আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করছে—হোসনাবাদের অধিকাংশ ভোট ধানের শীষের পক্ষে যাবে, ইনশাআল্লাহ।”

জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,
“আপনাদের ভালোবাসা পেয়ে মনে হচ্ছে আমি ইতোমধ্যে নির্বাচনে জয়ী হয়েছি। প্রতিশ্রুতি দিচ্ছি—বাবার সন্তান হিসেবে ও ধানের শীষের প্রার্থী হিসেবে আমি আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব, ইনশাআল্লাহ।”

উঠান বৈঠক শেষে তিনি উপস্থিত জনতার সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজক পরিবারের জিয়াফত অনুষ্ঠানে অংশ নেন। বৈঠকে হোসনাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।