চট্টগ্রাম 10:14 pm, Friday, 14 November 2025

সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে সমাবেশ ও র‍্যালি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরা এবং ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে মাইটভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ। এতে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সারিকাইত ইউনিয়নের সভাপতি গাজী হানিফ, উপজেলা বিএনপি নেতা আসিফ আকতার, কালাপানিয়া ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির বাহার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাইটভাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম রাজু, বাউরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জন্টু, সন্দ্বীপ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, মুছাপুর ইউনিয়নের নেতা হুমায়ুন মেম্বার, মগধরা ইউনিয়নের সোলাইমান মেম্বার, উত্তর জেলা যুবদল নেতা নিজাম উদ্দিন এবং সাবেক ছাত্রদল নেতা একরামুল আজিম প্রমুখ।

বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামে “পরীক্ষিত ও লড়াকু নেতা।” স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা দাবি করেন, তাঁকে একাধিকবার গ্রেপ্তার, কারাবরণ ও নানা নির্যাতনের মুখে পড়তে হয়েছে।

তাঁরা আরও বলেন, বিএনপি ঘোষিত প্রথম দফার ২৩৭ জন মনোনয়ন তালিকায় বেলায়েত হোসেনের নাম না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, “চট্টগ্রাম–৩ আসনে যোগ্য ও গ্রহণযোগ্য একমাত্র প্রার্থী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তাঁকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে মাঠে নেতাকর্মীদের পাওয়া কঠিন হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “গত ১৬ বছরে দেশে–বিদেশে কারাবরণ করেছি, নির্যাতন সহ্য করেছি, রাজপথে থেকেছি। আশা করি, বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যথাযথ মূল্যায়ন করবেন।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত আধুনিক সন্দ্বীপ গড়াই আমার লক্ষ্য। নৌযাতায়াত আধুনিকীকরণ, স্বাস্থ্য ও শিক্ষা খাত উন্নয়নসহ স্থলযোগে সন্দ্বীপকে চট্টগ্রামের সঙ্গে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে চাই।” মালদ্বীপের আদলে সন্দ্বীপকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

ইঞ্জিনিয়ার বেলায়েত বলেন, “সন্দ্বীপকে ইতোমধ্যে নদীবন্দর ঘোষণা করা হয়েছে। তবে শুধু ঘোষণায় নয়, চট্টগ্রাম বন্দরের মতোই এ নদীবন্দরকে কার্যকর দেখতে চাই।”

সমাবেশ শেষে বিশাল র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

মিরসরাইয়ে ৩৬ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সন্দ্বীপে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে সমাবেশ ও র‍্যালি

Update Time : 07:05:27 pm, Friday, 14 November 2025

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে তুলে ধরা এবং ধানের শীষের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সমর্থনে মাইটভাঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। অল্প সময়ের মধ্যে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইটভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ। এতে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারামিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সারিকাইত ইউনিয়নের সভাপতি গাজী হানিফ, উপজেলা বিএনপি নেতা আসিফ আকতার, কালাপানিয়া ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির বাহার ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাইটভাঙ্গা ইউনিয়নের সাধারণ সম্পাদক ইব্রাহিম রাজু, বাউরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান জন্টু, সন্দ্বীপ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, মুছাপুর ইউনিয়নের নেতা হুমায়ুন মেম্বার, মগধরা ইউনিয়নের সোলাইমান মেম্বার, উত্তর জেলা যুবদল নেতা নিজাম উদ্দিন এবং সাবেক ছাত্রদল নেতা একরামুল আজিম প্রমুখ।

বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামে “পরীক্ষিত ও লড়াকু নেতা।” স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা দাবি করেন, তাঁকে একাধিকবার গ্রেপ্তার, কারাবরণ ও নানা নির্যাতনের মুখে পড়তে হয়েছে।

তাঁরা আরও বলেন, বিএনপি ঘোষিত প্রথম দফার ২৩৭ জন মনোনয়ন তালিকায় বেলায়েত হোসেনের নাম না থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, “চট্টগ্রাম–৩ আসনে যোগ্য ও গ্রহণযোগ্য একমাত্র প্রার্থী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। তাঁকে উপেক্ষা করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে মাঠে নেতাকর্মীদের পাওয়া কঠিন হবে।”

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “গত ১৬ বছরে দেশে–বিদেশে কারাবরণ করেছি, নির্যাতন সহ্য করেছি, রাজপথে থেকেছি। আশা করি, বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যথাযথ মূল্যায়ন করবেন।”

তিনি আরও বলেন, “মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত আধুনিক সন্দ্বীপ গড়াই আমার লক্ষ্য। নৌযাতায়াত আধুনিকীকরণ, স্বাস্থ্য ও শিক্ষা খাত উন্নয়নসহ স্থলযোগে সন্দ্বীপকে চট্টগ্রামের সঙ্গে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে চাই।” মালদ্বীপের আদলে সন্দ্বীপকে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

ইঞ্জিনিয়ার বেলায়েত বলেন, “সন্দ্বীপকে ইতোমধ্যে নদীবন্দর ঘোষণা করা হয়েছে। তবে শুধু ঘোষণায় নয়, চট্টগ্রাম বন্দরের মতোই এ নদীবন্দরকে কার্যকর দেখতে চাই।”

সমাবেশ শেষে বিশাল র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতা–কর্মী অংশ নেন।